**** প্রথম দেখা ****
বেগম সেলিনা খাতুন /২৪,০২,২০২০।


প্রথম দেখায় মুগ্ধ মনে বলেছিলাম তোমায়,
হবে তুমি আমার প্রিয়তমা?
তোমায় নিয়ে লিখবো পৃথিবীর শ্রেষ্ঠতম গল্প, কবিতা,
তুমি যে আমার অনুপমা।
কবিতার পংতিমালা হৃদয়ের আলোড়ন তুলবে,
দুই নেত্রপল্লব হতে অশ্রু জল টপটপ করে গড়িয়ে পড়বে।


ইচ্ছে করে তোমায় নিয়ে কোন এক শুক্লাদ্বাদশীর রাতে,
নীরব নদীর ঢেউগুলো দেখবো একসাথে।
সেদিন তোমার আমার ছায়া দেখবো তটিনীর আয়নায়,
পলকহীন নয়নে।
ভালোবাসার সংলাপ বলবে তুমি আমার সনে।


তুমি তো পূর্ণিমাতিথির মেঘে ঢাকা আলো,
আষাঢ়ের মেঘ ক্ষণে ক্ষণে তোমায় বাসে অনেক ভালো।
আকাশের কোল ঘেঁষে অথৈ সাগরের গর্জন,জলের ফোয়ারা।
সেখানেও তুমি হয়ে আছো, ভোরের আলো, সন্ধ্যাতারা।


তোমার ওষ্ঠধরে যখন কম্পন দেখি, তখন,
আমার রুক্ষ হৃদ মাঝারে ঝরতো অঝোর শ্রাবণ।
আমার হৃদয় স্বপ্নে বিভোর, ব্যাকুলতায় ভরা মন,
সত্যিই আমি ভাগ্যবান, নয়তো কেন?
অপেক্ষায় থাকি তোমার জন্য সারাক্ষণ?