ভালবাসা হারিয়ে গেছে ,কোথাও নেই এক বিন্দু ভালবাসা ,
নেই বয়ে চলা নদীর কলকল শব্দ,নেই স্রোত ও ঝর ধারা ।
আছে ভালবাসা হীন সমুদ্র,চির সবুজ বাগানটি হয়ে আছে ফুল শূন্য,
নেই মমতা মাখানো অলস দুপুর,আছে লোভ লালসা,নারীকে করে রেখেছে পণ্য ।


আজকের আকাশ থেকে মেঘ মালারা হারিয়ে গিয়েছে,
ভরিয়ে রেখেছে গাঢ় নীলে ,তারারা আসন পেতেছে সদলবলে ।
বাতাস আকাশের মৌনতা দেখে পারেনি সুর ছড়াতে,
মেঘ বাতাসের তৃষনা মেটাতে পারেনি ,অভাব ! প্রবল বর্ষণের।


ঝিঁঝিঁ পোকা একটানা শব্দ করে ভেঙ্গে ফেলে রাতের নিস্তব্ধতা ,
আমি জেগে থাকি ! হাজারো তারার দল ছুটিয়ে বেড়ায় ! কাটিয়ে দেয় নিরবতা !
রাত শেষে ভোরের সূর্য রক্তিম আলোয় করে আলোকিত !
হারিয়ে যাওয়া ছোট বেলার খেলার সাথী পেয়ে আমি পুলকিত !


আজকের আকাশটায় ছিল সাদা সাদা মেঘের ভেলা !
বাতাসে ছিল সুরভী ! ও ভালবাসায় আকুতি ভরা !
নদীতে ঢেউ ছিল ! ছিল বয়ে যাওয়া খরস্রোত !
মনের অজান্তেই বুকের মধ্যে আলোকিত করে জোৎস্নারাত।


মাঝে মাঝে তুমি কার্পণ্য কর ! ঝরাওনা তোমার বর্ষণ !
আজ না হয় কাল ! ঝড়বে বৃষ্টি ! আষাঢ় না হয় শ্রাবণ !
হারিয়ে যাওয়া দিনগুলো বারবার পরে মনে,
নাম না জানা অসংখ্য বনফুল কুড়াতাম দুজনে !


এলো মেলো ঘূর্ণি বাতাস উড়িয়ে নিতে যখন চায় !
এক ঝাঁক সু-গভীর মায়া ধরে রাখে চোখের পাতায় ।
মমতা মাখানো দৃষ্টি ! আঁকরে রাখে বাহুবলে !
ঐ মায়াবী হাতের র্স্পশে ! সকল ব্যাথা যাই ভুলে ।


জানিনা কেন এই ভাবনা গুলো বারবার আসে মনে !
আজকের ভোরটা সু-মধুর হলো নাম না জানা পাখির কূজনে ।
হয়তো আছে চড়াই,শালিক ও দোয়েল,মধুর কন্ঠে আজানের ধ্বনি !
এখনি পরবে সূর্যের আলো ! জেগে উঠবে মনের পাগলামী ।


তুমি আকাশে মেঘ হয়ে থাকবে ? ঝরবেনা কোনদিন ?
অভিমানে ভরে আছে মন ? দেখবো ! না ঝরে থাকো কতদিন !
বাতাস তুমি বইছো না কেন ? তুমিও কি করেছো অভিমান !
আমারও মন শূন্যতায় ভরা ! তাতে নেই কোন সবুজ উদ্যান ।


বৃষ্টি হচ্ছিল ঝরনা ধারার মতো ! ঝম ঝম করে বাজছিল আকাশটা !
ঝিরঝিরে বৃষ্টির আকাশে ভেসে বেড়াতে চায় মনটা ।
সবটুক আবেশ কেড়ে নিয়ে খুঁজে বেড়াই আশ্রয় স্থান ,
গাইতে থাকি পুরানো দিনের বৃষ্টি ঝরা আনন্দের গান ।


আকাশে আজ শিষে ঢালা মেঘ ! ছায়া ফেলেছে সাগরে !
সাগরের ছটফটানি শুরু হলো ! মেঘের কবলে পরে ।
সাগরের শোঁ শোঁ আওয়াজ ও চাবুকের ধার এসেছে তার ছটকায় !
তবুও পারেনি পৌঁছাতে ! তোমার আমার মিলন মোহনায় !


সরষে ফুলের মিষ্টি ঝাঁঝালো গন্ধে ভরে যায় মন,
ভোরের সূর্যের আলোয় ! মৌমাছি মধু সংগ্রহে ব্যাকুল সারাক্ষণ !
শিশির ভেজা সকাল শুকিয়ে যায় সূর্যের তাপে !
তুমি সূর্যরশ্মির সমস্ত তাপেও শুকাবেনা ! আমার ভালবাসায় অক্ষত হয়ে থাকবে !