*** সোনালী সকাল ***
     বেগম সেলিনা খাতুন /31/03/2020


কবে যে হবে ভোর,
                  কবে যে উঠিবে সোনার রবি।
দেখিবো উদিত রবি আকাশে,
                 কাননে কুসুম কলি সকলি ফুটিবে।
মুখরিত হবে সকাল, পাখির কলতানে,
                  আজানের ধ্বনি শুনবো মনে প্রাণে।
খুলে দাও দক্ষিণা জানালা,
                      সকাল দুপুর সন্ধ্যাবেলা।
নির্মূল বাতাস আসুক ঘরে,
                 সোনালী দিনের কথা খুব মনে পড়ে।
প্রকৃতি আজ আছে, বিরূপ আচরণে,
                        একদিন জয় হবে, হবেই তবে।
জানালাটা খুলে দেখি নাই কোলাহল,
            পশু পাখি বৃক্ষরাশির ও আছে চোখে জল।
যে দিকে তাকাই নিরব নিস্তব্ধ,
                         মানব শুন্য রাস্তা ঘাট।
মাঝে মাঝে হুইসেল শুনি,
                      শুনি আর্মি পুলিশের হাঁকডাক।
চারিদিক হয়ে গেছে মরুভূমি,
                        আমরা হারবোনা জানি।
মৃত্যু পুরি বাতাস করছে ভারি,
      মাঝে মাঝে দেওয়াল ঘড়িটা দিচ্ছে ঘণ্টাধ্বনি।
আজকের ঝড় থামবে কাল,
                    সেদিন আসবে সোনালী বিকেল,
চলবে গাড়ী, চলবে রেল,
                     খুলবে স্কুল বাঁজবে বেল।