তোমার আমার কথোপকথন গুলো যদি টেপ করে রাখতাম,
একটি কবিতা হতো, কবিতা কেন বলছি!
উপনাসও হতে পারতো।
হয়তো আজ তোমার কিছুই মনে নেই, আমার মনে আছে।


আমি নির্ঘুমে থেকে থেকে, ঘুম ভুলে গেছি।
সে বাক্যলাপ গুলো আমাকে ঘুমাতে দেয়না।
এক একটি শব্দ আমাকে কুড়ে কুড়ে খায়,
রাতভর চোখের জলে ভিজে আমার ওষ্ঠোদয়।


মনটা চায় আবার জীবনটা বর্ণমালা থেকে শুরু করি,
আমরা দু'জন হাঁটু জলে নেমে ডুবে ডুবে জলজ খেলি।
তুমি আমার চুপি চুপি ডাক নামটি ধরে ডাকবে?
আমি নীল খামে ভরিয়ে দেব, এলো মেলো আঁকিঝুকি
ভালবাসার গল্পে।


তুমি আমায় আঘাতের পর করেছো আঘাত,
আমি তোমাকে পাঠিয়েছি,অশ্রুভেজা নীল খামে ভালবাসার সংলাপ।
খামটি খুলে দেখবে যখন, আমার বিষাদের চিহ্ন,
তোমার দু'চোখে সহস্র নদীর জল দেখে ভুলে যাব আমি দুঃখ।


আমি ফুলের গন্ধ ভালবাসি,বাসি তার চেয়ে তোমার গন্ধ বেশী।
তুমি যত বেশী করেছো অবহেলা, অপেক্ষায় কেটেছে আমার সারা বেলা।
ঝরা ফুলের মালা গেথে, প্রহর গুনেছি, সূর্য উদয় হতে অস্ত পর্যন্ত।


ফুলের গন্ধ শুকিয়ে গেছে, তোমার ফেরা হয়নি,
তবু আমি তোমার অপেক্ষার প্রহর গুনি।
অনন্তকাল গুনবো, যতদিন বেঁচে থাকবো,তোমার পথ চেয়ে থাকবো।