@@ ভালবাসার রণাঙ্গনে @@
   ****বেগম সেলিনা খাতুন ****


ভালবাসার দোর-টারে রেখেছিলাম বন্ধ করে, ভালবাসবো কি করে?
কেউতো ভালবাসতে শিখাইনি মোরে।
যখন ফুটলো ফুল মনের কাননে,
ভ্রোমর যে এলো গুনগুনিয়ে,
খুলে দিলাম দোর তোর ভালবাসার রণাঙ্গনে ।


বুলবুলি যে গান ধরলো পাগল করা সুরে,
কান পাতিয়ে শোন গো, আমার মন যে হরণ করে।
এমন দিনে তুমি হীনে নিজেকে নিঃস্ব লাগে ক্ষণে ক্ষণে,
খুলে দিলাম দোর তোর ভালবাসার রণাঙ্গনে ।


নিরব পায়ের শব্দ!
কে এলো গো গভীর অন্ধকারে,
থমকে দাঁড়িয়ে গেলাম,
শরীরের চেনা গন্ধ পেয়ে।
হাতে দেখি নীল খাম, এনেছে হয়তো আমার জন্যে,
খুলে দিলাম দোর তোর ভালবাসার রণাঙ্গনে ।


ঝরছিল বৃষ্টি আষাঢ়ের প্রথম দিনে,
খুলে দেখি খামটারে, তাতে লেখা আছে  কদমের পাপড়ি দিয়ে।
তোরে ভালবাসিরে, তোরে ভালবাসিরে, তোরে ভালবাসি , মনে প্রাণে।
খুলে দিলাম দোর তোর ভালবাসার রণাঙ্গনে ।


দুপুরের ঝাজালো রোদে কে বাজালো বাসি সুরে সুরে,
তোর পথপানে চেয়ে বসে আছি আনমনে।
থাকবো তোর হৃদয় জুড়ে, আকুল পানে,
খুলে দিলাম দোর তোর ভালবাসার রণাঙ্গনে ।