দিন চলে যায়
রাতের আগমন ঘটে
রাত শেষে সূর্য উঠে।
একদিন দুইদিন করে
একদিন বার্ধক্য চলে আসবে।


কালো চুল সাদা হবে
ঝাপসা চোখে পৃথিবী  দেখবে।
দেহের শক্তি কমে যাবে
চামড়াতে ভাঁজ পড়বে।
যে হাতে ছিল ঘড়ি
সে হাতে থাকবে লাঠি।


স্মরণ শক্তি পাবে  হ্রাস
অসুস্থতা করবে দেহকে গ্রাস।
রোগের কারণে ওজন কমে যাবে
তবুও আপন জনের বোঝা হবে।
গধুলি প্রান্তে রবে দাঁড়িয়ে
করুনার চোখে থাকবে সবাই তাকিয়ে।


নির্ঘুম কাটাবে রাত
কি নিয়ে যাবে পরপার।
ভাবতে-ভাবতে একদিন
চোখের জল শুকিয়ে যাবে।