টাকা যখন থাকো
তুমি যার কাছে
অহংকার বাসা বাধে
মনের ভিতরে।
তখন সে নিজেকে
ভাবে রাজা
বাকি সবাই
তার প্রজা।


তুমি ছুটে বেড়াও
ধনী-গরীব
সবার কাছে।  
স্বপ্ন দেখাও
মনের মাঝে
হালাল কি হারাম
ভূলে যায়
তোমাকে কাছে পেতে।


তুমি ক্ষমতার উৎস
তোমাকে ছাড়া
পৃথিবী বীভৎস।
কাউকে হাসাও তুমি
সুখের সাগরে
কাউকে কাঁদাও তুমি
দুঃখের অতল সাগরে।


সবাই তোমাকে
সারা জীবন
ধরে রাখতে চায়।
তুমি বল
ধরে রাখতে
পারবে না
কেউ আমায়।