১৯৭১ এর ১৫রই আগষ্ট ঘটলো
মর্মান্তিক ঘটনা
এ নিয়ে শুরু কথার যুদ্ধ
কত হানাহানি আর কত দূর্গ
করলো শেষ নিমিষে।
লোকের মুখে শুরু হলো
গল্প আর প্রবন্ধ রচনা!
জাতির কাছ থেকে কেঁড়ে নিলো
নিশ্বপাপ ছোট শিশু
কেঁড়ে নিলো বাঙ্গালির শ্রেষ্ট সন্তান।
ওরাই নাকি সব
তাহলে!আমারা কি ভিন দেশি
না এদেশে নেই মোদের থান।


হে আগষ্ট তুমি আসলেই জেন আবারো রক্ত ক্ষরন হয় হৃদয়ে।
পুরো দেশকে কলঙ্কিত করলে তুমি?


আহা কত বেদনা ভরা কন্ঠ নিয়ে গেয়ে চলে বাউলের দল
এদিকে হায় তাদের হাতেই লাঞ্চিত হয়
ভর্ষিত হয় কত যে মা বোন
লুন্ঠন করে, ভেবে ভোগের পণ্য
ওরা নাকি ছাত্র দল?


আগষ্ট এলেই আসে রক্ত কন্ঠ হাজার হাজার
জন স্রোত


ভেবে দেখ,
তোদের মা,বোনদের ইজ্জত কি করে করবে রক্ষা
কি করে হবে এ অপরাধ রোদ।


বিনিদ্রো রজনী জেগে জেগে তোমার প্রতিক্ষা করেছি হে স্বাধীনতা!
তবুও তোমার বুকেই কলঙ্ক লেগে গেছে।


কলঙ্ক ধুয়ে দাও হে স্বাধীনতা
শুধু এক জন নয়
পুরো জাতির বিচার করো তুমি
তুমি যে স্বাধীন সার্বভৌম মোদের জন্ম ভুমি।


আগষ্ট তুমি ফিরে এসো আবারো
দুঃখের পাহাড় গুলোকে সরিয়ে
দিয়ে যাও সুখ স্মৃতি।
মুছে দেও তোমার গায়ে লেগে থাকা
হাজারো কালিমার দাগ।