চারিদিকে ভাঙনের শব্দ শুনি
আর মন ভাঙা গান,
চূর্নবিচূর্ন হয় 'সুখ স্মৃতি
মরেও 'বেঁচে থাকে প্রাণ!
পুরনো দিন গুলো হয়ে যায় মলিন
নতুনত্বের নেই কোন আহ্ববান!
স্রোতের টানে ভেঙ্গে যায়
নদীর দুকূল
এভাবেই বেঁচে থাকে
হাজারো নিশ্ব হয়ে যাওয়া প্রাণ।