মাংস লাগবে নাকি মাংস
পাশের গোস্তের দোকানে মাইকিং চলছে।
মহিষের মাংস।
মোটা তাজাদেহ আর দুটো শিং কালো দুটো চোখ
কর্মঠ্য কখনো হাল চাষে কখনোও বা গাড়ি টানতে দিনরাত একটনা কাজে ব্যস্হ।
মোটাতাজা মধ্য বয়সি মহিষ।
কথা বলতে পারলে হয়তো বলতো ছিঃ তোরাই নাকি আসরাফুল মাখলুকাত জঘন্য আচরন তোদের।
মাংসাসি আমরা কিছুই ভাবি না।
একটি বারও কি দেখেছি মহিষের  কালো চোখ দুটো দিয়ে
ঝড়ে পড়া পানির কণা গুলো।
নিরবে কেঁদে যায়।
কখনোই ভাবি না এটা নিয়ে!আমি ভাবি প্রতি নিয়ত।
আমাদের গ্রামের মেয়েরা ঠিক মহিষের মতো।
• তাদের কান্নার আওয়াজ কেউ শুনতে পায় না দেখতে পায় না দুচোখ দিয়ে ঝড়ে পড়া অশ্রু কণা গুলো।
তাদের কাজ গুলো মুল্যহীন ধরে নেই।
আধুনিক সমাজে বৈরতা চরম বৈরতা নয় কি?