মাঝে মাঝে শোনা যায় আত্মচিৎকার,
চিৎকার শুনেই নিজেকে নিজেই দেই ধিক্কার
"সম্মান আর সম্ভ্রম"
এখানে নেই তার সঠিক মূল্যায়ন,
কেন?মাঝে মাঝে ঢোবা-নালার ধারে পড়ে থাকে
নারীদের ক্ষত বিক্ষত দেহ।
এর বিচার হয়না সঠিক পন্হায়
দল বল দেখে অপরাধিরা বেঁচে যায়।
কি হবে এদেশের
কি হবে এ দুর্বল বিচার ব্যবস্হার?
হায় আফছোস!
কি হবে এ অর্জিত স্বাধীনতার?
যেখানে নারীর দেহের নেই মূল্যায়
অপরাধিরা বেঁচে যায়
তবুও মোরা পেয়েছি এ অর্জিত স্বাধীনতা।