স্বাধীনতা তুমি আসবে বলে
৫২ তে ভাষার দাবিতে শহীদ হলো
রফিক উদ্দিন আহম্মদ,  আব্দুল জব্বার,  আবুল বরকত ,শফিউর রহমান সহ আরও নাম না জানা অনেকে।
স্বাধীনতা তুমি আসবে বলে,
শেখ মুজিবুর রহমান দেন ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।
স্বাধীনতা তুমি আসবে বলে,
৬৯ এ রচিত হলো গন অভ্যুত্থান।
স্বাধীনতা তুমি আসবে বলে,
সংগঠিত হয় ২৫ মার্চ পৃথিবীর ইতিহাসের জঘন্যতম গণহত্যা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল গুলোতে রাইফেল আর পিস্তলের গুলি  ফুঁটতে থাকে খই,মুড়ির মতো,
কামানের আঘাতে সারা দেশে হাজার হাজার নিরীহ বাঙ্গালির রক্তে রঞ্জিত হলো রাস্তাঘাট।
স্বাধীনতা তুমি আসবে বলে,
১৪ই ডিসেম্বর বাংলার স্রেষ্ট সন্তানদের
জীবন দিতে হয়।
স্বাধীনতা তোমায় পাবো ভেবেই
৯ মাসের যুদ্ধে ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে ১৬ই ডিসেম্বর অর্জন করেছি তোমায় হে স্বাধীনতা।