সারাদিনের ক্লান্তি শেষে উন্মুখ থাকি কারো সামান্য একটু খানি আদরের , অল্প একটু ভালোবাসা ।  
ঘর্মাক্ত বগলের ভিজে গন্ধ নিয়ে অন্যরকম এক সন্ধ্যায়।
মায়াবী সময়ের বুকে একরাশ স্বপ্ন নিয়ে।
স্বপ্নের বুকচিরে কাব্যের পর্বে পর্বে পরীদের দেশে
অনুভূতিগুলো আজ সব ভোঁতা ।
বোবা আর বধির হয়ে বোকার স্বর্গে বাস করছি।
তবুও উন্মুখ থাকি ভালোবাসা পাবার অপেক্ষায়।
এক গাঁদা সাদা পাতা সামনে নিয়ে বসে আছি কাব্যের সন্ধানে মিলছেই না কোথা থেকে শুরু করবো ভেবে পাচ্ছি না।
কাব্যের ঠিকানা ভুলে গেছি সঠিক স্হানে যেতে পারছি না অনেক দিন থেকেই।
আগের মতো আবেগ ও অনুভুতি গুলো
বিমূঢ় হয়ে গেছে বলেই।


কাব্যের পাতায় পাতায় নীরব দীর্ঘশ্বাস ফেলার অপেক্ষা মাত্র।
ক্লান্তির শয্যায় মাদকাসক্ত ঘোলাটে চোখের
আহ্বান ।


বিচিত্র শ্রেণীবিন্যাস-
শ্রেণী সংগ্রাম আজ শ্মশানের পথে ছাই ভস্মের
আকারে শীতল জল ছিটানোর অপেক্ষা করে ।


কাব্য মুখ ফেরায়ে চলে,
শব্দের দল খেলে লুকোচুরি -
অসহ্য দহনে দগ্ধীভূত শব্দসৈনিক কথা আর কাব্যের উঠোনে বাঁচতে চায় ।
আঙিনার এক কোণে কাকেরা উচ্ছিষ্ট বিতরণে
ব্যস্ত হয় ।


সংসারহীন মানুষের মনে যেমন শোকের আগুন আছে,
শূন্য শ্মশানে আমার কাব্য শবদেহের সাথে
অতিপ্রাকৃত হয়ে ওঠে ।
আমার  প্রচ্ছদপট সাদামাটা শরীরটা।
ঘর্মাক্ত অন্তর উত্তেজিত হয় ।
একটুখানি আদর পাবার আশায়।
একটুখানি ভালোবাসা আমার কাছে আজ অনেক দামি।