বিদায় দিলাম তোমায় চির বিদায়
এ জীবনের  আজ তোমার আঁখি দুটি ভিশন ঘোলাটে
অশ্রু ঝড়ো ঝড়ো ভাব
কবির মনে বিদ্ধ করার মতো তিক্ত
মুখের বানী
শারীরি ভাষায় জেন অবুজ শিশু
কেন বুঝোনা হে প্রিয়তমা?
তোমার অশ্রু ঝড়লে যে
এ কবির মন ভেঙ্গে যাবে
এ ভগ্ন হৃদয় নিয়ে আর একা থাকতে পারবো না ;
কবির ভাব কবিতার লাইনে লাইনে ফুটিয়ে না তুললে যে কবিতা আর কবিতা হয় না হয়ে যায়
কোন ব্যর্থতার গল্প
যে গল্পের কোন শেষ হয় না
যাই হোক
প্রিয়সি প্রেমের বাঁধনে বাঁধতে পারবোনা
তাই এভাবে দুরে চলে যাওয়া
হৃদয় মাজারে তোমার স্মৃতি আর স্মৃতির দুখানা পাতা নিয়ে একলা কোন গহীন অরন্যের পথে পা বাড়ালাম আমি।
তাইতো এভাবে তোমাকে একা ফেলে আসা।
প্রিয়সি তুমি কেঁদোনা, ঝড়াইয়োনা দু নয়নের অশ্রু
মনকে শক্ত করো,
নতুন জীবনকে সাঁজিয়ে তুলতে স্মৃতি গুলো ফেলে দিও কোন নর্দমার ধারে।
স্মৃতির পাতাতেও আমায় রেখো না
ভুলে যেও দুঃখ স্বপ্নভেবে।