পেট খায় ডাল- ভাত
খায় বিভিন্ন স্বাদের খাবার।
পেট খায় বলেই আমরা কর্ম সংস্হানে যোগ দেই
দূর -দুরান্তে ছুটে চলি পেটের টানে!
পেট খায় পোলাও করমা, পদ্মার ইলিশ, মাংস ভুনা
আবার এই পেট কখনো দুবেলা খেতে পায় না।
পেট খায় বলেই টেবিলের উপরে নিচে টাকার ছড়াছড়ি।
পেটের ক্ষিদে মিটাতেই তো লুটপাট গরিবের আহার:
দেশের এম পি, মন্ত্রীদের ও পেট খায়
তারাও অংশ নেয় পেটের ক্ষিদে মেটাতে।
সরকারি অফিস আদালত থেকে শুরু করে
হাসপাতাল গুলোতেও পেট খায়।
কেউবা খায় রাজভোগ 
এঠো খাবার ফেলে দেয় ডাসবিনে
অমানুষদের ফেলে দেওয়া ডাসবিনের খাবার খায় এই গরিবের পেট।
তবুও সমান তালে বের হয় পেট পুরে খাবার খাওয়া হলে তৃপ্তির ঢেকুর।