কাব্য আমার হয়নি পড়া
তবুও কবিতা আসে।
মনের কথা লিখে যাই আমি
ছন্দে আভাসে।


আমার কবিতা আমার মতো
অতীব সরল সোজা।
পদ্য ছন্দ ভাষা ব্যাকরণ
বৃথাই এসব খোঁজা।


ও সবের আমি ধার ধারী না
সে জ্ঞান আমার নেই।
তাই কৃষক মজুর গৃহ বধূ কেই
আমার কবিতা দেই।


কে কি বললো প্রশ্ন তুল লো
কি তাতে এসে যায়।
মনের কথা নদীর মতো
পথ তার খুঁজে পায়।


অর্থে আমার নেই আকর্ষণ
নেই প্রয়োজন আশে।
ধন্য হবে আমার এ জীবন
যদি সাধা রণে ভালবাসে।