ক‌লেমা প‌ড়ে দা‌য়িত্ব নি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে
কান্না জ‌ড়িত পিতা মাতা ভাই বন্ধু‌কে কথা দি‌য়ে‌ছি‌লে
কখ‌নো ওর চো‌খে জল আস‌তে দেব না আ‌মি।


মাত্র দু'বছর পর ছে‌ড়ে দি‌লে আমাকে
সম্পূর্ণ দা‌য়িত্ব এ‌ড়ি‌য়ে
বাকীটা জীবন নি‌জের দা‌য়ি‌ত্বে বাঁচ‌তে হ‌বে আমা‌কে।


খুব ম‌নে প‌ড়ে যায় ভাল থাকার দিনগু‌লির কথা
অশ্রু প্লাব‌নে পৃ‌থিবী ঢে‌কে যায় আমার
অন্ধকারাচ্ছন্ন পৃ‌থিবী‌তে একা চল‌তে শি‌খে যাব হয়‌তো এক‌দিন
হয়‌তো সে‌দিন বিদায় নেব পৃ‌থিবী থে‌কেই।


জীব‌নের শত রং দেখলাম, দেখলাম চো‌খের সাম‌নে থে‌কে
ধী‌রে ধী‌রে বদ‌লে যাওয়া,
এখন তার আ‌বেগ‌কে বিশ্বাস কর‌তে পা‌রিনা
আর নি‌তে পার‌ছিনা মিথ্যা ছলনা
‌'কেউ কা‌রো না' এসত্য মন কেন বে‌ঝেনা।


বা‌রে বা‌রে খোঁ‌জে কেব‌লই মি‌থ্যে সান্ত্বনা
হায়‌রে ভা‌লোবাসা-
‌তোর ম‌ধ্যে লু‌কি‌য়ে থা‌কে কেন, এত ছলনা?
বা‌রে বা‌রে খোঁ‌জে তো‌কে
সেই আগের ঠিকানায়।


মন বদ‌লের রূপ‌কে বদলা‌তে চায়‌ সে আ‌গের মত
‌কেউ ফি‌রে আ‌সার জন্য বদলায় না
মন কেন তা বো‌ঝে না।


‌মি‌থ্যে ভালবাসা স‌ত্যি ভাবায়-
হ‌য়ে‌ছে সহজ আজ করা এ প্রতারণা।