সাধারণ কথোপকথনে সেখানেই. ভুল বেশী হয়
যেখানে আঁকড়ে ধরে বাঁচার লড়াই টা থাকে,
ভুলটা তখনি বড় হয়ে দাঁড়ায়
যখন ভালোবাসা কমে যায়।


জীবন ছোট্ট হলেও, কিছু জিনিস, কিছু মুহূর্ত,
দাম দিয়ে ক্রয় করে, শুধুমাত্র নিজের করে পাবে বলে।
একটা কথা না বলে পারছি না
কিছু মানুষের বদল খুব নজরে পড়ে।


যারা সত্যিকারের ভালোবেসে
সময় বুঝে নিজেকে বদলাতেও পারে।
আমি তাদের কথা বলছি না,
যারা কেবলি মিথ্যে বলে বা প্রতারনা করে।


আমি সেসব মানুষের কথা বলছি
যারা ভালোবাসার কারণে-
জনসাধারনের কাছে প্রশংসার দাবীদার,
হঠাৎ নয়, ধিরে ধিরে এরা বদলাতে থাকে।


একটা সময়ে এদের আচারণে এদেরকেই আর চেনা যায় না
তবুও মানুষ হিসেবে এরাই সেরা, অপামার জনতার চোখে,
কারণ এদের প্রেমে মুগ্ধ মনগুলো
তখনো এদের কে্ই ভালোবাসে।