পৃথিবীর নিয়মগুলো বড়ই অদ্ভুত!
কাছে থেকে কাওকে দেখলে-
আর আকর্ষণ থাকে না।


দূরের মানুষটি ধরা ছোয়ার বাইরে থেকেও
হৃদয়ে মজবুত আসন পেতেই বসে থাকে,
সবার বেলাতেই কথাটা কম বেশী খাটে।


এমন জীবন কখনো কি ভালো লাগে?
আমার জীবনে কৌতুহল ছিল
ব্যতিক্রম একটি বিষয়ে...


সে হলো-
বিনিময়কে পুঁজি ব্যতিত মানুষের আসল অনুভূতি জানা,
এটা জানতে আমি সবই করতে প্রস্তুত।


শুধু শূন্যতা আর হাহাকার ভরে আছে পৃথিবীতে,
কারো আর্তনাদ শোনার মত কেউ এখানে বাস করে না।
স্বার্থপরতা, ঠকানো, পরশ্রীকাতরতা, লোভ, হিংসা আর হানাহানি।


যেখানে হৃদয় নামক শব্দ নিয়ে কেউ ভাবে না
ভনিতার আশ্রয়ে জীবনের ইতি টানে,
যে টুকু দেবে বলে, তার আড়ালে করে অন্যের সুখ ছিনতাই।‌