বিদ্রুপ সহ্য করতে করতে
ক্লান্ত পথিক আমি,
ন্যায্য পাওনা হলো অপবাদ আর গ্লানি।


যে কথা প্রকাশ্যে না বলা যায়
সে কথার ওজন সইতে সইতে
আজ নির্বাক প্রাণী হয়ে বেঁচে আছি।


কুড়িয়ে পাওয়া স্বপ্ন কেন এত জ্বালা দেয়?
নিজের স্বকীয়তায় যার নেই কোন মিল
শান্তির অভয় বানী, স্মারণ করি বারেবার।


আমি রিক্ত এক পথিক চারিদিক শুধু হাহাকার
নিজের বলতে আমিই আছি,
চারদিকে হৈ, হুল্লোড় অন্যের।


শুকনো পাতার মত পড়ে আছি মৃত্তিকার বুকে
সামান্য হাওয়া পেলে চলতে শুরু করি,
অজানা পথের সন্ধানে, জানিনা এ পথের শেষ কোথায়।


কি আছে শেষ ঠিকানায়, অবিরত পথচলা
আমি ঝরে যেতে যেতে যা দেখেছি
বলতে গেলে সেটি হয়ে যায় গল্প
তাই বলি আমার জীবনের কাহিনি বড় অল্প।


প্রকাশকাল
-------------
২০.০৩.২০২০