কেন যেন মাঝে-মধ্যে
মন খারাপের কারণগুলো জানা যায় না,
কেন মনটা পাথর
বোঝা সম্ভব হয় না।


সন্তান, সংসার, সামান্য রসিকতাও
যেন বেকার লাগে,
এমন কেন হয়, বুঝতে পারিনা,
কিসে কি হয়! বোঝার উপায় থাকে না।


জীবনের সমস্ত সম্ভাবনা
মুহূর্তেই আঁধারে ঢেকে যায়,
অবাক পৃথিবীর অনুভবে
একলা পড়ে রই।


জীবনে যত ছন্দ ছিল
সবের হাহাকার শুনতে পাই,
মানুষের জীবন সংক্ষিপ্ত হলেও
অভিজ্ঞতার ছড়াছড়ি।


পরীক্ষা দিতে দিতে
অবশেষে ছুটি,
শান্তির খোঁজ পেতে
অযথা ছোটাছুটি।


তবে কি জীবনে-
সবটাই ফাঁকি,
নিরাশার বালু চরে
ডুবে গেল সবই।