মানুষ চেনার অভিজ্ঞতা ছিল শুন্য
হলাম প্রতারিত হয়ে এখন পূর্ণ,
আমি ব্যথা পেলে তুমি হতে বিমর্ষ
আজ দেহে রক্ত দেখেও হওনা সামান্য অন্যমনস্ক।


একদিন এমন ছিল
তোমার গভীর ঘুমটাই দুরে সরে যেত
যদি সামান্য নড়ে উঠতাম আমি।
একদিন তোমাকে না বলে বাইরে গেছিলাম বলে
তুমি অনুতাপে নিজেকে করেছিল প্রশ্ন,
হায়রে কেন বুঝতে পারলাম না।


বলেছিলে আমায় কাছে নিয়ে
কেন ডাকনি আমায়?
আর যাবেনা তো তুমি আমায় না বলে??
আমি বলেছিলাম তোমার গভীর ঘুম
আমি ভাঙাতে চাইনি, বিশ্বাস কর।
নাছোড় বান্দা তুমি!
কথা আদায় করে নিয়েছিলে যতন করে।


আজ শুধু স্মৃতির তাড়নায় ক্ষত বিক্ষত আমি
নিজেকে বোঝাতে অক্ষম,
এ কেমন মানুষ তুমি?
তোমায় কিভাবে নেব আমার মনে আজ?


প্রকাশকাল:
১১.০১.২০২০