শর্ত দিলে দূরত্ব বেড়ে যায় ভালোবাসলে কমে,
কাছে থাকলে গুরুত্ব হারায়, দূরে গেলেই বাড়ে।
অশ্রুতে হৃদয় ভেজে-
প্রয়োজন ফুরালে তাকেই হৃদয় থেকে মুছে ফেলে।


তোমাকে দুঃসময়ে চিনেছি,
তুমি কেমন জেনেছি ধীরে ধীরে,
আমি নিঃস্ব হতে পারি,
তবুও তোমাতে চাওয়ার কিছু নাই।


দেবার ক্ষমতা তোমার নাই
সৃষ্টিকর্তা দেননি তোমায় ততটুকু,
বাকি যা আছে তাতে তোমারি কম পড়ে যায়-
বুঝতে পেরেছি এতদিনে।।


স্বপ্ন পূরণ হয় কি করে তোমার!
তুমি যে লালিত স্বপ্ন ভেঙ্গেছো একটু একটু করে,
রচনার মানে তুমি বোঝ?
করেছো বঞ্চনা নিজের অধিকারে।


যাকে ভালোই বাসলেনা
তার নিষ্পাপ ভালোবাসাটুকু পেয়ে
তার হৃদয় ভাঙলে
কোন অধিকারে?


প্রকাশকাল:
১৫.১০.২০২০