দূঃসময়ে দূর্ভাবনা কখনও নয়
অসময়ে সুদিনের কল্পনা ঢের ভালো।
যদিও সেটা কটূক্তি শোনায়
তবুও জীবন গতিময়।


শব্দহীন কান্নায় জড়ানো সহজ
সংজ্ঞা দেওয়া শক্ত,
ভাবনার আকাশে কল্পনার গড়াগড়ি
প্রকাশ পেলেই শেষ।


একদিন দু’দিন নয়
পুরো আয়ুষ্কাল জুড়ে,
আসুক না কোল জুড়ে কেও
ধিককার, গ্লানি থাক না যত।


ভোরের শিউলী হয়তো হতে পারি নি
ভর দুপুরের তপ্ত রোদ্দুর থেকে তো
নিতে পারি কিছু শিক্ষা,
সময়ের নির্দিষ্টতায় রয়েছে সীমাবদ্ধতা।


নতুন করে দেব কি উপমা
আমি তো কষ্ট প্রিয় সৈনিক,
শুধু থেমে থাকিনি...
এই হলো মোর পরিচয়।


--------------
২০.০৩.২০২০
--------------