তুমি হারালে!
না কি আমায় জেতালে?
যত দেখি তত নিজেকে বোকা মনে হয়
কতনা বিশ্বস্ত হলে তুমি আমার কাছে,
আমার চোখে তুমি নিষ্পাপ
স্বার্থক তুমি, স্বার্থক তোমার অভিনয়।


বুঝে নিলাম তোমার অসীম ক্ষমতা
পাকা অভিনেতা তুমি, চির নায়ক।
অপমান, বঞ্চনা, অপবাদ পেলাম তোমায় ভালোবেসে
সম্মান, শ্রদ্ধা, ভালোবেসে ছিলাম প্রতিদানে।


লজ্জা সে তো তোমার পাবার কথা
কারণ তুমি মিথ্যের রাজা,
সাধনা তো তুমিও কর
তবে পাপের বোঝা বইবার।


নিজেকে দেখাও হালকা
আসলে তুমি নিম্ন শ্রেণীর বেঈমান।
আমার সরলতা দেখেছো তুমি
দেখিয়েছিলে তোমার হৃদয়ের ময়লা আবর্জনা।



প্রকাশকাল:
১১.০১.২০২০