যে যতই বলুক, মন দেখে কেউ কভু
কাওকে বিচার করে না,
বিচার বিশ্লেষণ সবই হারায়
স্বার্থে কাছে।


প্রেম হার মানে, সৌন্দর্যের কাছে
হৃদয় হার মানে, স্বার্থপরতার কাছে,
সাধনা স্বার্থক হয়, নিষ্ঠার কাছে
প্রেমিক হার মানে, নতুন প্রমিকার কাছে।


তবুও জীবনের মিছে টান
বারবার খুঁজে চলা,
নিজের মনের চাওয়া গুলোর
পূর্ণতা পেতে।


ভালো থাকার মন্ত্রের কাছে
সবই হার মানে,
টাকা এতই যাদু জানে
স্বার্থের কাছে নিজেকে সমর্পণ করে।


তাহলে মন, মন বলে
এত চিৎকার কেন?
সব ভালোবাসার অভিভাবক
যেখানে টাকা।


সেখানে মন কাকে বলে?
যার জন্য মানুষ সব ত্যাগ করে,
ভালোবাসা বলতে যা কিছু বোঝায়
সেটা নিছক একটা অপেক্ষা মাত্র।


যার ফলাফল
একক কোন অনুভূতি,
যার দীর্ঘমেয়াদি
নাই কোন নিয়শ্চয়তা।