‌বিশ্বাস অ‌ন্যের কা‌ছে বাজী রে‌খে কী লাভ?
         ন্যায্য মূল্য মিল‌বেনা।
সাধনার পশ্চা‌তে আ‌বেগ রে‌খে কি লাভ
         ঠাই‌তো মিল‌বেনা বাস্তবতায়।
ক‌ষ্মিন কা‌লেও ধ‌রে রাখা সম্ভব নয়
          যা আপন ম‌নে টি‌কে থা‌কে না।


মানুষ বড়ই বোকা-
         তাই উপরটা‌কে পে‌ন্সি‌লে আ‌কে
         সারমর্ম বেদনার নী‌লে তাই মি‌শে যায়।
‌ছোট্ট জীব‌নে বাচার মা‌নে খোজা সহজ
        বু‌ঝে উঠ‌তে পারার আ‌গেই
        দেহ ত্যাগ হ‌য়ে যায়।


স্বপ্ন তাই হওয়া উ‌চিত
        যা কিছু নি‌জের অ‌স্তি‌ত্বে অনুভব সম্ভব,
‌নি‌জের তৃ‌প্তি অ‌ন্যের সা‌থে শেয়ার কর‌লে
‌         সেটা‌তে ফাটল ধ‌রে।


তার মা‌নে-
ওটা‌তো প্র‌য়োজ‌নের স্বীকা‌রে
          প্রিয় হ‌য়ে কা‌ছে ছিল,
ভো‌রের আ‌লো ফুট‌লেই তাই মি‌লি‌য়ে গেল।
আবার অমা‌নিশায় আস‌বে ফি‌রে
          য‌দি ম‌নের মত সঙ্গী না মি‌লে।


‌কোন কা‌লে যা অ‌ন্যের ছিল
         আজ তা আমার,
আমার অবর্তমা‌নে তা হ‌বে অ‌ন্য কা‌রো
         এটাই মূলকথা।


তাহ‌লে কেন এত নি‌শ্চি‌ন্তে
          অ‌ন্যের উপর বিশ্বাস রাখা,
‌বিশ্বাস য‌দি কর‌তেই  হয়
          করতে  হবে নি‌জের উপর,
তাহ‌লে হারা‌নো গু‌লোও
           এক‌দিন নতুন হ‌য়ে কা‌ছে আস‌বে।।