ওরা ভাবে কেবলি ওদের সময়ের দাম আছে
       ওদের সাথে দেখা করবে বলে
       নাওয়া খাওয়া ছেড়ে লাইনে এসে ভিড় করে যারা
       ওরাও সামাজিক জীব রে!


অভিযোগ বুকে চেপে দুই মিনিটের অপেক্ষা করে ওরা
       কখন বিকাল গড়িয়ে রাত শেষ হয়ে গেল
      এলো নতুন সকাল-
বিত্তবানের নতুন সিডিউলের মাঝে
      নেই সেই দুই মিনিট।।


গৃহহারা ছিন্ন বস্ত্র পরিহিত
      খালি পায়ে শিশির ভিজে
      উন্মুক্ত সূর্যের সৌন্দর্য্য দেখে
      মৃদু হাসিতে সৃষ্টিকর্তার নিকট নিবেদন।
হে প্রভূ!
      সময়ের কত দাম!!

দুই মিনিট সময় এর সীমা কতটা বেশি
      সে এক অনন্ত অপেক্ষা
      গরীবের প্রতি
আদৌ ঐ গৃহস্থের মনে আছে কি-না!
      কাউকে দুই মিনিট সময়ের কথা বলেছিল
      অথবা
এড়িয়ে যেতে চেয়ে ছিল কিনা
       কেবলি সেই জানে।


গরীব অতসত বোঝেনা
      ও বোঝে শুধু ক্ষুধা, দারিদ্রের জ্বালা
ও ছলনা বোঝেনা
      ছলনা ওর জন্য নয়
কারণ ওর গৃহে চৌকি দিতে
      দারোয়ানের প্রয়োজন পড়ে না
ক্ষুধার্ত কুকুরের সাথে খাবার ভাগাভাগি করে নেওয়া
     ওর অভ্যাস!!