ভালোলাগেনা তখন-
যখন প্রিয়জনের মুখটি মনে পড়ে মনেরই স্মৃতি কোনে,
খুব ভালো লাগে তাই না? আমি জিজ্ঞেস করছি কাকে? মন কে।
মন কে কি আর বলার মত কিছু আছে?
কারণ সে হয়ে যায় একটা বোবা পাথর
দোটানায় পড়ে সত্যকে সে এড়িয়ে যায়
লোক লজ্জার ভয়ে নিজেকে ঠকায়
সবারই আড়ালে নিজেকে কাঁদায়।


প্রিয়জনের কাছ থেকে একবুক কষ্ট পেয়ে
কখনো নিজেকে লুকায় সবার আড়ালে
আসলে সে কাউকে ভোলেনা
কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে।
গভীর সম্পর্কে ফাটল ধরে- অনেকেই তা ভুল বোঝে
কিন্তু সে তো টোটালই আছে সেই একই বৃত্তের মাঝে,
একটুও বদলাতে পারেনি প্রিয়জনের কথা ভেবে
অথচ প্রিয়জন তাকে দিয়েছে ঠেলে অনেক দূরে।


জীবনটা কি তবে তার এমন ছিল, কেউ কখনো তাকে বুঝতো না
মনে নানান প্রশ্ন জাগে-
দিশা খুঁজে পায়না সে, কোথায় তার ঠিকানা
কে তার বন্ধু কে সুযোগের সন্ধানী মাথায় কাজ করে না।
মূল ব্যাপারটা হলো আমি মূ্ল্য দিয়ে ফেলেছি বেশী
যে যার উপযুক্ত কখনোই ছিল না।


আজ তাদেরই কাছ থেকে ব্যথা পেয়ে বুঝে নিলাম এটা।
হয়তো এতদিনে নিজের বিবেক কিছু বলল আমায়
আসলে এটাই বাস্তব।
জীবনের একটা সুন্দর মুহুর্ত আজ হয়ে গেল বিভীষিকা।
আসলে ওরা ভালোবাসতেও পারেনা, কাউকে ক্ষমা করতেও জানে না
ওদের দৃষ্টিতে শুধু ওরাই ভালো মানুষ।