ভালোবাসা মানে যা-ইচ্ছে তাই,
ভালোবাসা নয় কোন রূপালী চাঁদর, নয় কোন রঙ্গীন কাপড়।
ভালোবাসা নয় কোন কাফনের কাপড়, নয় কোন দুঃস্বপ্ন।
ভালোবাসা হলো হৃদয়ের টান, যেখানে মিলিয়ে যায় সব ব্যবধান।
যেখানে থাকবেনা কোন অশ্রুজ্বল, থাকবে না বিশেষ কোন উপমা
এটা মাত্র একটা উপলব্ধি ক্ষমতা, যা দূর থেকে কেউ কাউকে নিয়ে ভাবে।
আপনাতে যার জন্য হৃদয়ে বিশাল জায়গা তৈরি হয়
সেখানে শত চেষ্টায় আর কেউ পারে না কখনো ঢুকতে।


কালের আবর্তে বয়সের ভারে- সম্পর্কের শুরু বা শেষ
এসবের কোন কিছুতে যে ভালোবাসার দেয়াল
কেউ ভাঙ্গতে না পারে- তাই ভালোবাসা।
ভালোবাসা উপলব্ধি করতে কোন সুন্দর মুহূর্তের প্রয়োজন পড়ে না
মনের মানুষকে ভাবতে কারো চোখ বন্ধ করা লাগে না।
ভালোবাসা এমন কিছু নয় যে, পৃথিবীর শত পরিবর্তনে তার
নিজস্ব গতির পরিবর্তন আনতে পারে।
তবে হ্যাঁ- মনের অবিশ্বাস আর চোখে দেখা কিছু স্মৃতি
বদলে দিতে পারে, যা দেখে সে নিজেকেই ভুল মনে করে।


এত বিশ্বাস আর ভালোবাসার প্রতি এমন কিছুই কেবল তাকে
সে নিষ্পাপ অনুভূতি থেকে মুক্তি দিতে পারে-
যার বিশালতা ভাঙ্গণ অনুভব যেন মুহুর্তের মাঝেই ঘটে।
যা ছিল একদিন মনের মত ভালোবাসা, সকল শাসনের উর্ধ্বে
হৃদয়ের টান, হৃদয়ের মূল মনে দিক্ষীত ভালোবাসা।
কোটি কোটি মনে এ ভালোবাসাটুকু কেবল স্থায়ীভাবে থেকে যায়-
যা ভাবলে আজও নিজেকে সেই প্রেমিকা মনে হয়।
যার জন্য এক প্রেমিকের জীবনে সবই ছিল,
তাই আজও ভাবতে ভালোলাগে তাকে-
যে আজ মৃত এক বয়ে যাওয়া স্মৃতি ছাড়া কিছুই নয়।