নিঃসঙ্গতা এক অভিশাপ,
কেননা এটি মানুষকে বহুলাংশে কাঁদায়, বারবার ঠকায়,
জীবনের প্রিয় জিনিসকে হারায়।
ভালবাসা হচ্ছে- না পাওয়ার শর্ত, অপ্রত্যাশিত এক গ্লানি
জীবনের নিশ্চয়তাটুকু নিয়ে টানাটানি, জীবনের আসল যেখানে হয় বিক্রি।
ভালবাসা মানে- ন্যায্য মূল্য না পাওয়া, নিজেকে অপরাধী করা,
নিজেকে অন্যের চোখে দেখা,
আর ভালবাসতে যাওয়া মানে- নিজের আত্মসম্মান ভুলে যাওয়া।


ভালবাসা কি এমন? নিজের চোখের সামনে তাকে বদলে যেতে দেখা?
ভালবাসা মানে কি এমন? যে একটি ভিত্তিহীন স্তম্ভে দাঁড়িয়ে থাকা?
ভালবাসা মানে এখন এমন কিছু- যে মিনিটে মিনিটে রূপ বদলায়।
কি করব এখন আমি! আমি যে এখন আশ্রিতা।
সৃষ্টিকর্তা আমার এটুকু মুখ আর তোলেনি, আমি চেয়েছিলাম নিজে রোজগার করতে।
খুব কষ্ট হয় এটা ভেবে যে, আমি সত্যিই আশ্রিতা।
হয়তো আশ্রয়ের আছে আমার প্রতি করুনা, যা ভালবাসাকে নিয়ে খেলা করে।
কিন্তু আমি কারো বোঝা হবনা।।( ইনশা-আল্লাহ)


জানতে পারলে একবার- আমি চলে যাব, কোথায় যাব জানিনা, তবে থাকবো না।
জীবনটা ক'দিনের---? কেটে যাবে হয়তো কোন একভাবে
তবু মনের কাছে তো থাকবো ভালো।
বেঁচে থাকা মানে আত্মসম্মান নিয়ে বাঁচা- মনটা তো ভালো থাকবে।
আমার আর চিন্তা কি? নিজের জন্য ভাবিনা তেমন, একার দিন তো?
পৃথিবীর মানুষগুলো সর্বক্ষণ নিজেকে নিয়ে ভাবে,
আর আমার ভাবনা সর্বক্ষণ অন্যকে নিয়ে।
কেন যে আমি এত ভাবি, কি পাই তত ভেবে জানিনা।
শুধু চোখের পাতা দুটো বন্যায় ভাসে, আমার করণীয় কি মন তখন বলে দেয়।
আমি এভাবে বেচে থাকি প্রতিদিনের বাঁচা, পৃথিবীতে আমি বড় একা-
পাইনা কাউকে যে আমার মত এমন।
নীরব পরিবেশ ভালোলাগে- ভালোলাগে নিজের কথা ভাবতে।


আমি যে মনে মানুষকে কাছে ডাকি তার স্বার্থ থাকে,
মনের ভালবাসা পাচার হওয়া ছাড়া আমায় কোন সুখ দিতে পারে না-
কেড়ে নেওয়া ছাড়া, তাই আর ভালোলাগে না।
এমন কাউকে যে আমার ভুল প্রমাণ করে অন্যের কাছে
ভালো হতে চায় নতুন কারো কাছে।
আমিতো সেই, যাকে লালন করি মনের মত করে
দেখলে তো তুমি? দেখলে মন---?
তুমি কাকে ভালবাসো এবার খুঁজে বের কর, দেখতে পাবে সে ঠিকানায়?
পাবে না জানি- কারণ, ওতো তোমায় অনুকরণ করে, ও তোমার মত না।
ও পৃথিবীর স্বপ্নচারিনী মনোহরিনী, যা তুমি শুধুই ঘৃণা কর।
সমস্যা হবে না- আল্লাহ তার সাথে থাকেন, যিনি ভালবেসে কষ্ট পান।
আর যিনি কষ্ট দেন তিনি নবীর উম্মত নন।


আঘাত পেলে শেষে নতুন জ্ঞান, পথ পাওয়া যায়---
আর অভিজ্ঞতা এমন কিছু যা মানুষের ভেতরের রূপ জানতে পারায়।
আসলে অভিজ্ঞতা একটি জটিল জিনিস।।