সে হাসে, যে মর্ম বোঝে
সে কাঁদে, যে হৃদয় দিয়ে উপলব্ধি করে
     তুমি গল্প শোন, মানে বোঝনা
              কারণ তুমি বিশেষ প্রজাতির


তোমার যা গচ্ছিত আছে
        তা অনেকের নেই
তুমি মারা গেলেও নেই দায়
        অর্থ গোছানোর-
কেননা তুমি এক বিত্তবান শ্রেণীর
        খেতাবধারী বিশেষ।


তোমাকে নিয়ে লেখাও যায়
        তুমি দারুন নিষ্ঠুর
                আত্মকেন্দ্রিক দুনিয়াবী লোক।


তোমার মাঝে দয়া নাই, ভালোবাসা নাই
         তুমি অতি কঠোর
                 মনের মানুষ।


তোমাকে চিনতে গেলে আমার
          প্রতিভা হবে বিকলঙ্গ
তবুও কিছু শিখেছি
           তোমার থেকে
কিভাবে নিজের ভাল বুঝতে হয়
           সামান্য হলেও !