ভালো থাকার নাম গন্ধ নেই
রয়েছি চলচিত্রে।
মানুষ যা চায় তার মাঝে ভুল থাকতে পারে
আল্লাহর চাওয়াতে কোন ভুল নাই।


অজ্ঞ মানুষ বুঝতে দেরি করে
অনেক কিছু হারায়ে বসে।
কষ্ট তকদীরের লিখন নির্দিষ্ট আছে,
স্থান ভেদে তা পাল্টায়, এ নিশ্চয়তা নাই।


জীবনতো থেমে থাকার নয় সময়ের সাথে এর যোগ আছে,
তাই দশ জনের মতামত সত্য।
নিজেকে সঠিক ভাবতে গেলে ন্যায্য পাওনা হাত ছাড়া হতে পারে,
এটা বিশ্বাস না করার উপায় নেই।


একটা স্বপ্ন ভুল হলেও
পরবর্তীটা কিন্তু সম্পূর্ণ নতুন।
তাকেও পর্যাপ্ত দাম দিতে হবে
তবেই নিজের সম্মান নিজে পেতে পার।