অন্যদের ক্ষুধা নিবারনে
নিজের শরীর, মনের ব্যথা ভুলে
দ্রুত ব্যবস্থা করে ফেলি,
অন্য কারো করা অনিয়ম শরীরের প্রতি
নিজেকে তার উন্নতিতে সর্বোচ্চ কষ্ট করি।


নিজের কথা ভুলে অন্যের কষ্টের অবসান ঘটাই
আমি কিছু অকৃতজ্ঞ দেখেছি আমার জীবনে,
এরা নিজের ভালোর কথা ভেবে
আমার সাথে সুন্দর করে কথা বলে।
প্রয়োজন মাফিক আবার আচারণে পার্থক্যও ঘটে।


কে বলে ওরা বুঝমান?
হয়তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে
ওদের পৃথিবীতে আসা,
নিজের ভালো বুঝতে এরা অন্যেরটা কেড়ে নেয়,
দুমড়ে মুচড়ে শেষ করে অন্যের স্বপ্ন গুলো।


এটা ধ্বংসাত্মক অনুভূতির
স্বভাবে আর কথায় বিনম্র,
আচারণগুলো হিংস্র টাইপের
আমার ভাষ্যমতে এরা নরকীয় প্রাণী,
কারণ এরা সুযোগ উপযোগী ব্যবহার করে।


প্রকাশকাল:
১৯.০৬.২০২০