তপ্ত রোদে পা পোড়া মানুষটি
          জুতার কদর বোঝে,
স্টেশনে পড়ে থাকা মানুষগুলো গৃহের প্রয়োজন
          যতখানি বোঝে,
তীব্র শীতে বেডের নিচে হিটার ফিট হয়ে থাকা
          ঘরের মানুষ কি বুঝতে পারে
          তীব্র শীতের কি যন্ত্রণা?
ওরা করুনা করতে পারে সর্বোচ্চ
          ভালবাসার মর্ম বোঝেনা,
ওরা বোঝেই না শিশির ভেজা সকালের
          মিষ্টি রোদ স্টেশনের মানুষের জন্য কতখানি!!


আসলে বোকা ওরা নয়-
          স্বর্ণের চামচ মুখে নিয়ে
          জন্মানো ওদের দোষও না
ওরা কটুক্তি করে-
          এই শীতে ঘুরে বেড়ানো বাচ্চাদের
          ভিক্ষা করা নিয়ে,
আরে ওরা নিজের কথা ভাবার ভাগ্য নিয়ে
          জন্মায়নি রে,
ওদের নিয়ে ভাববার অবকাশ
         ওদের পিতা-মাতারও হয়নি,
এটা উপলব্ধির ক্ষমতা আর সময় তোমার অনন্তেই
         কারণ তুমি কাঙ্খিত কোন সন্তান!!