সময়টা ছিল বিশ্বাসের
যার মধ্যে ছিল একটা বাস্তবতা,
অনুভবটা ছিল একান্ত আপন
সুক্ষ্ম ভাবনার কাছে আমি ছিলাম নায়িকা।


শ্রোতা বলতে ছিল নিঃশব্দ কিছু মুহূর্ত
সে সময়টা আজও আমার নিভৃতে ভাবায়,
পিছু ডাকে কেবলি আমায়
হৃদয়টাকে ছুঁয়ে দেখেছো কভু?


কি মলিন একটা স্পর্শ!
রংধনু আকাশে নয়,
হাতের কাছে মসৃন কাপড়ের মত
কখনো উড়তে দেখেছো?


কল্পনা করেছো কখনো সে সৌন্দর্য
কেমন হতে পারে?
তবে অনুভব করতে পারতে-
মন আসলে কেমন হয়।


সুঘ্রান, পাগল পাগল পাগলামী
মৃদু বাতাসের সুভাস ভরা ক্ষণ
চোখ বন্ধে যেখানে দুটি নিষ্পাপ হৃদয়
অনুভব করা যায়।


চোখ মেলে যেখানে হৃদকম্পনে
ভালবাসার স্পর্শে মন ভরে যায়,
তুমি তো তাই বুঝলে না
কারণ তুমি তো মন দিলে না।