উপর থেকে সবই সুন্দর, ভেতরে কালিমা
আমার কাছে দুটি রাস্তায়ই ফাঁকা,
এখন কোন পথে চলব
নেই কোন মানা।


যত চাপা কষ্ট আছে যায়না তো বলা
মনের গভীরে তলানী জমে,
কবিতা হয়ে বেরিয়ে পড়ে
যায় না তো বোঝা।


এ সমাজের পুরুষেরা নির্দোষ
নারী দেহ অসুস্থ্য করে এরা নিজের গন্তব্যে পৌছায়
নারীর অনুভূতিকে করে নিরন্তর অবহেলা
অথচ নারীকে থাকতে হবে পুরুষের বাধ্য।


ব্যাপারটা অদ্ভূত হলেও, পুরুষের জন্য আরামদায়ক
নারীর অসুস্থ্য শরীর-মন পুরুষের খেলার পুতুল,
পুরুষ অন্য নারীতে লিপ্ত অথচ বিবাহিত জীবনে দায়িত্বহীন
এমন সমাজ ব্যবস্থায় নারীরা হয় উপেক্ষিত।