দু’চোখ ঘুরিয়ে নিতে
আমি বলি-
তুমি সুখ কুড়িয়ে নিতে।


গ্রামের মেঠো পথ ধরে-
ঘুরে বেড়ানোর স্বাধীনতা ছিল,
ভয় ছিল কেমলি বিষাক্ত প্রাণীর।


কালো চশমার আড়ালে
দেখে নিতে আমায় প্রাণ ভরে,
দু’চোখ রাখতাম নিচু করে।


কত নিষ্ঠুরতা দেখালে,
জানি তুমি আমায় ভালোবাসতে,
তোমাতে ছিলাম মিলেমিশে।


আজও ভালোবাসি
বিশ্বাস করি প্রাণ ভরে
কেন জান?


মন থেকে ভালোবেসেছিলে বলে,
শত কথা কাটাকাটিতে হয়নি প্রমাণ
ভালোবাসনি তুমি কোন কালে।


প্রকাশকাল:
১০.১১.২০২০