হিংস্র বুনো অন্ধকার ঘিরে ফেলেছে
আমার বুলেটবিদ্ধ দেহের চারদিক—
স্লোগান-মুখর বিক্ষুব্ধ মুখগুলি কোথায়
উড্ডীন লাল পতাকার ছায়াতলে মুষ্টিবদ্ধ হাতগুলি কোথায়
সেই পেস্টুনগুলি কোথায়—
যার প্রতিটিতে রক্তাক্ষরে লেখা ছিল :
‘দুনিয়ার মজদুর এক হও’

হিংস্র বুনো অন্ধকার আমার দেহের সব রক্ত চুষে নিচ্ছে—
তবুও আমি সাম্যবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি
পৃথিবীর সমস্ত দানবিক অট্টালিকা উপড়ে ফেলার আওয়াজ শুনতে পাচ্ছি
কোটি কোটি উল্লাসিত মুখে উচ্চারিত শুধু একটি প্রার্থনা শুনতে পাচ্ছি :
‘বিপ্লব দীর্ঘজীবী হোক’