১.
চাঁদের আলিঙ্গন ছিন্ন করে গুমোট আন্ধারে মেডিটেশনে মগ্ন বোবা মেঘমালার প্রতি আমার আর  কোনো জিজ্ঞাসা নেই । আক্ষেপ নেই । অভিযোগও নেই । যাক, ঢুকে যাক । প্রেম এবং রোমাঞ্চের প্রিয় পদ্যগুলো সব অনুভূতির  ব্ল্যাকহোলে ক্রমশ ঢুকে যাক ।


২.
এবং আমাদের ঠোঁটে ঠোঁটে লেগে থাকা ত্যানাপ্যাঁচানো আবেগী পঙক্তিগুলিও খসে যাক । ঠিক চৈতালী বিকেলের মরা পাতাদের মত ।


৩.
আজাইরা সব তামাশার দোলনায় সাইকেডেলিক রিদমে দুলতে দুলতে আমরা বরং একটা ম্যাজিক্যাল দুনিয়া বানিয়ে ফেললেই তো সব ল্যাঠা চুকে যায়।