তুমি যত জ্বলে ওঠো আমি তত পুড়ে যেতে থাকি
তুমি জ্বলে ওঠো পাখি, উড়ে উড়ে ঘুরে ঘুরে
ছড়িয়ে দাও সতেজ আগুনের গোলা
এই শরীরের অলিগলি—
আমি শুধু পুড়ে যেতে থাকি, ডুবু ডুবু আঁধারের তলে
পরিত্যক্ত ছাই হয়ে পড়ে থাকি !

আমার হৃদয়ের নিশ্চুপ বন্দিশালায়
যে পাখিটা সকাল-বিকাল ডানা ঝাপটায়
জানি তার সাথে তোমার হবে না মিল
তাই সদা এঁটে রাখি খিল, আগুনঝরা জ্বলন্ত পাখি
তুমি যত জ্বলে ওঠো আমি তত পুড়ে যেতে থাকি !

তুমি জ্বলে ওঠো পাখি— আমি পুড়ে যেতে থাকি
দুচোখে শীতল জল গুঁজে আমি মরে যেতে থাকি
শোকে শোকে যতই শুকাতে থাকো
পাতাল কাঁপিয়ে তুমি ডাকো, যত খুশি ডাকো
ফায়দা হবে না, কিছুই ফিরে পাবে না, তার চেয়ে ভালো
আমার টুকরো টুকরো মৃত্যুর ফাঁকে
তুমি জ্বলন্ত জীবন হয়ে ঝুলে থাকো ।