কে বলে তুমি নিঃসঙ্গ ?


সকালবেলা তোমার স্বপ্নাহত চোখ দুটো
যখন দৃষ্টি মেলে খোলা জানলায়—
তৃষ্ণার্ত সোনালি রৌদ্র ছুটে এসে তোমার কপোলে চুমু খায়;
একমুঠো স্বপ্ন মেখে দেয় তোমার স্বপ্নহীন হৃদয়ে !
তবুও তুমি নিঃসঙ্গ ?


কেবল তোমার জন্য বেগুনি মেঘের সঙ্গে
রক্তিম সূর্যের দিনভর লুকোচুরি খেলা,
হলুদ শাড়ি পরা চাঁদের সঙ্গে
রাত্রির মধুসিক্ত মিলন,
শুভ্র জ্যোৎস্নার সমুদ্রে ডুবে থাকা
অবুঝ শিশুর স্বপ্নের মতন
জোনাকির উড়াউড়ি !
এরপরও তুমি নিজেকে নিঃসঙ্গ ভাবো ?


তুমি কখনো নিঃসঙ্গ নও;
কবি কখনো নিঃসঙ্গ নয় ।