আমি আর কোনো চিৎকার করব না—
নিঃশব্দেই সয়ে যাব সব ...


তোর সেই অভিমানী জানলা দিয়ে
এখনো কি উঁকি দেয় লাল দুটি নেশাখুরী চোখ
এখনো কি সেই নিষিদ্ধ বাগিছায়
উড়ে বেড়ায় হলদে প্রজাপতিটা—
আমি এসবের কিছুই জানতে চাচ্ছি না
জানতে চাইব না আর কখনো !
 
মেঘের আলমারিতে ঠিকঠাক  
গুছিয়ে রেখেছি তোর দেয়া সব বেদনা
আক্রোশের আলপিন দিয়ে নীরবে নীরবে
প্রতিরাতে ছিদ্র করি মৃত প্রেমের শরীর
আর সোনায় মোড়ানো স্বপ্নগুলি
জানি না কখন ছিনতাই হয়ে গেছে !
 
না না— আমি আর কোন চিৎকার করব না—
নিঃশব্দেই সয়ে যাব সব...