নীলিমা, তুমি চলে যাবার পর থেকে
আমার হৃদয়জুড়ে কেবলি দহন !
মেঘের ঘোমটা সরিয়ে আমি কতবার
রূপালি চাঁদের সেই মায়াবিনী মুখচ্ছবি
                       দেখতে চেয়েছি—
একদিন যার শুভ্র জ্যোৎস্নায় স্নান করে
তোমার সবুজ ভালোবাসায় আমি ভূমিষ্ঠ হয়েছিলাম;
সেদিন তোমার সজীব স্পর্শে হৃদয় থেকে
শুকনো পাতার মত নিঃশব্দে ঝরে গিয়েছিল
বিগত দিনের কষ্টবিদ্ধ স্মৃতিগুলি—
আজ সেই চাঁদ নেই, সেই জ্যোৎস্না
অশ্রুর আগুনে পুড়ে ছাই হয়ে উড়ে !


নীলিমা, তুমি চলে যাবার পর থেকে
ভোরের সজীব ফুলে দেখতে পাইনি
               কোন মৌপিয়াসী পতঙ্গ;
দেখেছি কিছু বিষাক্ত পোকা চিরে চিরে খাচ্ছে
           নরম পাঁপড়িগুলো !


নীলিমা, তুমি চলে যাবার থেকে
শেষ বিকেলের সেই স্নিগ্ধতা আর নেই—
প্রতিটি সন্ধ্যা এক-একটি দুঃস্বপ্ন;
আকাশকে রক্তাক্ত করে ডুবে যায় সূর্য
নিঃসঙ্গ হৃদয়ের নিবিড় অন্ধকারে !