আকাশের কোল থেকে এইমাত্র লুট হয়ে গেছে সূর্য !
আকাশের নীচে এখন সন্ধ্যা—
আবছা আলোর হাত ধরে নীড়ে ফিরছে ক্লান্ত পাখির ঝাঁক
স্তব্ধ দীঘির জলে কাঁপছে লালচে আকাশ;
আমি ও এক নির্বাক ছায়ামূর্তি মুখোমুখি—
পৃথিবীর কোথাও কোনো শব্দ নেই ।


হঠাৎ স্তব্ধতার জাল ছিন্নভিন্ন করে
ধর্ষিতার বিপন্ন চিৎকার !
অতঃপর মুয়াজ্জিনের আযানধ্বনি ।
জ্বলন্ত সিগারেটের সোনালি ফিল্টারে চুমুক দিতেই
আমরা টের পেয়ে যাই, বার বার টের পেয়ে যাই—
জীবনটা বিস্বাদ হলেও অনর্থক নয় ।