রক্তাক্ত চোখ মেলে কী চাস তুই, কিছু কেড়ে নিতে ?
দীর্ঘশ্বাসগুলি রাখা আছে উত্তরের ব্যালকনিতে;
আকাশখানাও আজ নিঃস্ব, তাই নত রাখি দৃষ্টি—
পাতালে চালান করে দিছি সব রৌদ্র-ছায়া-বৃষ্টি ।

প্রাণের চূড়ায় বাঁধি গান , প্রেমের চূড়ায় সুর
তবু তুই একটানা জঁপে যাস শুধু— ধু্র ধুর !
ছেড়ে চলে যাব ? না না এ আর কখনো ভাবব না
যেখানে মুক্তি আমার , সেখানেই যত প্রবঞ্চনা ।

ক্যামনে ভুলে যাব বল্‌ অশ্রুদগ্ধ সেই রাতদিন ?
পাথর আমি, উপেক্ষা সব সয়ে গেছি শব্দহীন ।
পাই নি কিছু, কখনো কাউকে হয় নি কিছু বলা
তোর সঙ্গে হেঁটে হেঁটে শুধু ক্ষয়েছি জুতার তলা !