স্তব্ধতাকে চিরসঙ্গী করে প্রেমহীন পথে হেঁটে যাচ্ছে ব্যথিত আত্মা !
কেউ তাকে দেখছে না, কেউ দেখবে না কখনো ।
কেউ শুনছে না তার পদধ্বনি, কেউ শুনবে না কখনো ।
 
কচি ঘাসের শরীরে রোদ আর শিশিরের মাখামাখি
সোনার দুল পরে মাঠজুড়ে পাকা ফসলের তাদিং তাদিং নাচ
পাংশু মেঘের ঠোঁটে সূর্যের দীর্ঘ লাল চুম্বন—
কোনো দিকেই তার ভ্রুক্ষেপ নেই, শুধু স্তব্ধ পথচলা ।
 
দুচোখে অন্তহীন ধূসরতা নিয়ে প্রেমহীন পথে হেঁটে যাচ্ছে ব্যথিত আত্মা—
থামছে না, থামছে না সে, থামবে না কখনো ।