এই নিথর নগ্ন শরীরের প্রতিটা পল্লবের করুণ আর্তচিৎকার
পৃথিবীর মাটি ভেদ করে কোনদিনও
ওই মৃত কানে পৌঁছাবে না
আমি জেনে গেছি ।


বিপন্ন আকাশের গায়ে লেপ্টে থাকা
দেবতাদের প্রতারণার ফাঁদ আর মিথ্যা প্রলোভনের গল্পগুলি
আমার শুনতে আর কিছু বাকি নেই ।
তবুও জন্মান্তরের প্রতীক্ষা, ওড়ে যাওয়ার নেশা...


একাকী রাজপথের পথিকের চেয়েও
আরো নিঃশব্দে হেঁটে চলা
প্রতিটা রক্তকণিকার আলোড়ন
যেন স্বপ্নের চাদরে মোড়া সেই অপরূপ ভোরের শিশির পতনের ট্রাজিডি !


ল্যম্পপোস্টে পিঠ ঠেকাতেই
দুঃস্বপ্নের চেয়েও ঘন অন্ধকার চোখে :
তবুও বেঁচে আছি, বাঁচতে হবে বলেই ।