সদ্য বৃষ্টি হওয়া পথে যখন পিছলে পড়ল রোদ
স্বর্ণালি সানগ্লাসটা খুলে তোর দিকে দৃষ্টি ফেরালাম—
তোকে খুব কাতর লাগছে, যেন জমাট মেঘে হাত রেখে
আকাশের সমস্ত দুঃখকে তুই নিজের করে নিলি এইমাত্র ।


মোটর বাইকের লুকিং গ্লাসে এবং গাছের পাতায় পাতায়
বৃষ্টিজলে মিশে নৃত্য করছে মাতাল রোদ—
সেদিকে তোর ভ্রুক্ষেপ নেই ।
তোর হাতে এখনো মেঘের গন্ধ লেগে আছে—
তোর চোখে ভয়ানক অনাবৃষ্টি !


এবার তুই দৃষ্টি নিভিয়ে নেশাখুরী ঘুমে ঘুমিয়ে পড়্‌—
নীল নীল স্বপ্নে কেটে যাক তোর সমস্ত কাতরতা ।