তোমাদের সাদা দেয়ালে একটা জ্বলজ্বলে রাঙা পোস্টার
সেঁটে দিব বলে আমি ছেড়ে এসেছি ছেলেবেলা
পাখির কলতানে মুখরিত ভোর, মায়ের তুলতুলে হাতের
টাকি মাছের ঝোল, নরম সুখোষ্ণ কোল;
তোমাদের ভালোবাসা পাব বলেই তো ক্রমাগত লাথি মেরেছি
পড়ন্ত শীতবিকেলের চোয়ালে, জ্বেলেছি আগুন
উজাড় করে দিছি সবুজের সারি, বসন্ত না আসতেই
শুকাতে শুকাতে মরে গেছে ফাগুন !
 
তবুও তোমাদের সাদা দেয়ালে একটুও রক্তের উত্তাপ লাগল না
আমিও ভালোবাসা পেলাম না; তবুও কেউ এসে বলল না—
‘ভালোবাসা ছাড়া কেউ কি বাঁচে ? এই গাছে ওই গাছে
এত এত মৃত্যু ঝুলে আছে !’
ভালোবাসা পাবার বদলে আমি কেবল বিষাক্ত ছোবল পেয়েছি
ছোবলের নীল নিপীড়নে আমি কেবল ক্ষয়ে ক্ষয়ে ঝরে গেছি;
ভালোবাসা পাবার বদলে আমি শুধু নষ্ট হয়ে গেছি, ভ্রষ্ট হয়ে গেছি
আড়ষ্ট হয়ে শুয়ে আছি ভনভনে মাছিদের সাথে !